১নং সাতুরিয়া ইউনিয়নের ইতিহাস
১৯৪২ সালে পঞ্চয়েতী প্রথা এর পর ইউনিয়ন বোর্ড এর প্রেসিডেন্ট মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। পড়বতী সময় ১৯৪৯ সালে বভন নির্মত হইয়া ১০ জন মেম্বার এর মোধ্য থেক এক জন চেয়ারম্যান নির্বচিত হইয়া ইউনিয়ন পরিষদটি পরিচালনা করিতেন।কাল ক্রমে গণভোটের মাধ্যমে চেয়ারম্যান মেম্বার নিবাচিত হইয়া বর্তমান পর্যন্ত গণতন্ত্র অব্যাহত রাখিয়া ইউনিয়ন পরিষদ পরিচালিত হইয়া আসিতেছে বর্তমান ইউনিয়ন পরিষদে ১ জন চেয়ারম্যান ১২ জন সদস্য/ সদস্যা ১ জন ইউনিয়ন সচিব ও ২ জন উদ্যোক্তা আছেন।