শের-ই বাংলা একে ফজলুল হক এই বাড়ীতেই জন্ম গ্রহন করেন। শিশু,কিশোর,ছাত্র জীবন এখানেই কাটান।
শেরে বাংলার মাতুলালয়ের সংক্ষিপ্ত পরিচয়ঃ
শেরে বাংলারা নানার নামঃ আহম্মদ বকস মিঞা।
শেখ আহম্মদ বকস মিঞার ওয়ারিশ নিন্মরুপঃ
১ এক পূত্র ও ২ দুই কন্যা যেমনঃ
১। আব্দুল হামেদ মিঞা।(শেরে বাংলার মামা)
২। সৈয়াদানুন্নেছা খাতুন(শেরে বাংলার মাতা)
৩। আজিজুন নেছা খাতুন।( শেরে বাংলার খালা)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস